ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে আদালতে মামলা দায়ের করায় সালমা বেগম (৩০) নামের এক নারী বাদিকে প্রাণ নাশের হুমকি দিয়েছে আসামী পক্ষ। এ ব্যাপারে লালপুর থানায় জিডি করেছ ওই বাদি। উপজেলার আড়বাব ইউনিয়নের বড়বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সালমা ওই গ্রামের জাবের আলীর স্ত্রী।
জানা যায়,২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১ টার দিকে ওই গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে শুকুর আলী (৩৫) সহরমত আলীর ছেলে কুরবান আলী (৩৭), ছবিরের ছেলে জুয়েল (৩০) ও নিজাম উদ্দিনের ছেলে বাদশা (৩২) সালমার বাড়ীতে গিয়ে তাঁর স্বামী, শশুর সহ তাকে পারপিট করে প্রাণ নাশের হুমকি দিয়ে গরু বিক্রির ৫৫ হাজার টাকা লুট করে এবং বাদি সালমাকে ধর্ষণের চেষ্টা করে । পরে বাদি সহ তারা ডাক চিৎকার করলে টাকা নিয়ে আসামীরা পালিয়ে যায়। সাথে সাথে বিষয়টি আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশকে জানালে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় গত ৪ অক্টোবর নাটোর আমলী আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সালমা। সি,আর মামলা নং-১৯৭/২০২১(লাল)।
এর পর থেকেই আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ সহ বাদিকে প্রাণ নাশের হুমকি দেয়। এ বিষয়ে গত ৬ অক্টোবর আসামীদের বিরুদ্ধে থানায় একটি জিডি করে সালমা ।
এবিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।