ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা পরবর্তী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তনছের আলী মাস্টারের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন।
সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ইউপি সদস্য জাকারিয়া হোসেন, ওয়ার্ল্ড আওয়ামী লীগের সভাপতি আক্কাস আলী, রফিকুল আতিক কনকসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ৭৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় সকলেই আগামী ২১ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সফল করতে ওয়ার্ডে ওয়ার্ডে ও পাড়ায় পোস্টার টানোর লক্ষে পোস্টার বিতরণ করা হয়।
সব শেষে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের উদ্যোগে পুরো ইউনিয়নের শাখা রাস্তায় বজ্রপাত মোকাবিলায় তালগাছ রোপন করা হয়।