ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার ‘আদমদীঘি ব্লাড ডোনার ক্লাব’ নামক একটি সামাজিক সংগঠনে উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার উথরাইল স্কুল গেটের সামনে আসাদুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, আদমদীঘি ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এবং বিশিষ্ট সমাজ সেবক রবিউল ইসলাম রবি।
বিশেষ অতিথি ছিলেন, নিজাম উদ্দিন লিটন, সাগর।
এসময় উপস্থিত ছিলেন, কমিটির সভাপতি আতিকুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শুভ, সিনিয়র সহ-সভাপতি মোমিন খান, সহ-সভাপতি আরাফাত ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, আলী আফসান জামী, সাংগঠনিক সম্পাদক রুহেল ইসলাম, মসজিদুল ইসলাম, প্রচার সম্পাদক মশিউর রহমান, পরিচালক জুয়েল রানা সহ অনান্য সদস্যবৃন্দ।
কমিটির সদস্যরা জানান, এটি একটি সামাজিক সেবামূলক সংগঠণ। সংগঠনটির প্রধান লক্ষ্য হবে স্বেচ্ছায় রক্তদান করা এছাড়াও সুখ দুঃখে গরীব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো।