ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পিস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় রোববার সকাল সাড়ে ১০ টায় নাচোল উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটি ও প্রেসক্লাবের সদস্যদের মধ্যে এক সংলাপ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, নাচোল উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব শরীফ আহমেদ।
আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন, নাচোল উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা চৌধুরী নাচোল সরকারি কলেজ এর প্রভাষক শফিকুল ইসলাম, পৌর মেয়র আব্দুর রশিদ খান (ঝালু), মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, নেজাম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক।
আরও উপস্থিত ছিলেন, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান, আসুস এর প্রকল্প ব্যবস্থাপক আয়েশা খাতুন, নাচোল উপজেলার প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সকল পিস ক্লাবের সভাপতি, সেক্রেটারি ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, কবিরুল ইসলাম (ফিল্ড অফিসার আসুস)।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহমেদ এলাকায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।