ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় বাক প্রতিবন্ধী মেয়ের লাঠির আঘাতে শামসুল ইসলাম (৬২) নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া শেরকোল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোহিনূরকে আটক করেছে পুলিশ।
সিংড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জামিল আকতার ও সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন জানান, সাংসারিক কাজকর্ম না করায় পিতা শামসুল ইসলাম তার বাক প্রতিবন্ধি মেয়ে কোহিনূর (২২) কে গালমন্দ করেন। এতে কোহিনূর উত্তেজিত হয়ে পিতা শামসুল ইসলামকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই শামসুল ইসলাম মারা যান।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোহিনূরকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।