ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাড়ির সেফটি ট্যাংক খুঁড়তে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর রিফুজপাড়ায় এ ঘটনা ঘটে।
রহনপুর ফায়ার সার্ভিস ষ্টেশন সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে আবু তালেব (৪০) একই এলাকার মাহবুব আলমের বাড়িতে পায়খানার সেফটি ট্যাংকের গর্ত খুঁড়ার সময় বালির মধ্যে চাপা পড়ে যায়। খবর পেয়ে রহনপুর ফায়ার সার্ভিস কর্মীরা তাকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় উদ্ধার করে। পরে গোমস্তাপুর থানা পুলিশের নিকট তার লাশ হস্তান্তর করা হয় বলে জানা গেছে। নিহত যুবকের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।