ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগন্জের রহনপুরে দিন-দুপুরে একটি ফ্ল্যাটে দূর্ধষ চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রহনপুর পৌর এলাকার ডাকবাংলোপাড়ায় “মাহফিল আরা ভিলা “নামে একটি ফ্ল্যাটের ২য় তলায় এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার গৃহকর্তা শিক্ষক শফিকুল ইসলাম জানান, সে ও তার স্ত্রী দুজনেই শিক্ষকতা করেন। বৃহস্পতিবার সকালে তারা বাড়ি তালাবদ্ধ করে কর্মস্থলে যান। দুপুরে বাসায় ফিরে তারা বাড়ির মূলফটকসহ বিভিন্ন ঘরের তালা খোলা অবস্থায় দেখতে পান। পরে বেডরুমের আসবাবপত্র অগোছালো অবস্থায় দেখতে পান। চোর বেডরুমে প্রবেশ করে লকারে রাখা প্রায় ১০ ভরি স্বর্নালংকার ও নগদঅর্থ সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। একই সময় ওই ফ্ল্যাটের অপর ইউনিটেও একই কায়দায় চুরি সংঘটিত হয়। খবর পেয়ে রহনপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ওই গৃহকর্তা বাদী হয়ে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।
এ বিষয়ে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসগর আলী জানান, আমরা চুরির বিষয়টি খতিয়ে দেখছি। উল্লেখ্য,গত ১২ অক্টোবর একই এলাকার একটি দোকানে একই কায়দায় চুরি সংঘটিত হলেও পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি।