ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুলপুর বাজার আর অ্যান্ড এইচ হতে নয়ালাভাঙা ইউপি অফিস ভায়া ঢোড়বোনা পর্যন্ত ১২৬০ মিটার, মহদিপুর ঈদগাহ হতে মহদিপুর ঘাট রাস্তা পর্যন্ত ৩৬০ মিটার, সুন্দরপুর মিরাটুলি রাস্তা ১ কিলোমিটার ও নয়ালাভাঙা ইউপির পপেন মিয়ার বাড়ি হতে মজম ডহার তাতলা দাঁড়া রাস্তা পর্যন্ত ১ কিলোমিটারের সড়ক উন্নয়ন কাজ শুরু হয়েছে।
শুক্রবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে এই চারটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গ্রামের অবহেলিত কাচা রাস্তাগুলো পর্যায়ক্রমে পাঁকাকরণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এডু, নয়ালাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও ছত্রাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসিদুল হক প্রমুখ।