ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে ।
শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান নিজাম, মিজানুর রহমান সহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা প্রমুখ।
পরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা আহ্বায়ক ডাক্তার শিমুল উদ্দিন আহ্মেদ শিমুল এর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা সম্মানী প্রদান করা হয়।