ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে রবিদাস সম্প্রদায়ের সংগঠন রবিদাস পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিদাস পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি নকুল রবিদাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
রবিদাস পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক দয়াল রবিদাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্দে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, ধর্ম যাজক অমল রবিদাস, সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজের শিক্ষক সুনিল রবিদাস প্রমুখ।