ধূমকেতু প্রতিবেদক, পাবনা : “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় কমিউনিটি পুলিশিং ডে’ পালিত হয়েছে।
শনিবার সকালে শহরের ট্রাফিক মোড়ে বেলুন উড়িয়ে দিনটির সূচনা করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর থানা চত্বরে শেষ হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সুধী সমাবেশ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খানসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।