ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ইতিহাস গড়েছেন পরিক্ষিত দুই রাজনৈতিক ব্যক্তিত্ব ও উপজেলা আওয়ামী লীগ নেতা।
গত ২১ অক্টোবরে ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় নির্বাচিত উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন ও পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলামকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৩০ অক্টোবর বেলা ১১ টায় ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগ ও জগল আদিবাসী স্কুল ও কলেজের পক্ষ থেকে যৌথভাবে এই গণ সংবর্ধনা আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তনছের আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত মেহমান উপজেলা আওয়ামী লীগের একাধিক বার সভাপতির দায়িত্ব পালনকারী উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান দেলদার হোসেন ও ৩০ বছর ধরে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনকারী সরকারি এম এম কলেজের সদ্য অবসর প্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলামকে গণ সংবর্ধনা প্রদান করা হয়, এ সময় ইউপি সদস্য, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষকগণ, বীর মুক্তিযোদ্ধাগণ সম্মাননা প্রদান করেন।
৫ম বারের মত নির্বাচিত এই দুই নেতাদের পুনঃ দায়িত্ব পালনে উজ্জীবিত করতে আয়োজিত গণ সংবধর্ণা অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ আলম, ওয়ার্ড আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি মোশারফ হোসেন, ৬নং ওয়াডের সম্পাদক আবু মুছা বকুল, ৭নং ওয়ার্ডের সম্পাদক আবু সালাম ফুল্টু, আদিবাসী নেতা দিনেশ পাহানসহ উপস্থিত ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, ইউপি সদস্য বৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।