ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২১পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় নাচোল থানা চত্বর থেকে পুলিশ, উপজেলা প্রশাসন, গ্রাম পুলিশ, ছাত্র-ছাত্রী ও জনপ্রতিনিধিদের অংশ গ্রহণে একটি র্যালি উপজেলা সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে মিলিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা চৌধুরীর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিবের সঞ্চালনায় “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ পতিপাদ্যকে উপজীব্য করে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) আব্দুল ওয়াহাব, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান ও নাচোল থানার কমিউনিটি পুলিশিং অফিসার এসআই আবু তালেব।
পরে পশ্নত্তোর পর্বে উপস্থিত শিক্ষার্থীরা বক্তব্য রাখে।