ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আত্রাই থানা কর্তৃক আয়োজিত র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান প্রামাণিক।
ওসি (তদন্ত) মোজাম্মেল হক কাজির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কমিউিনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, সাংবাদিক মুজাহিদ খান, অধ্যক্ষ মাজেদুর রহমান, সহযোগী অধ্যাপক দ্বীন মোহাম্মদ, আব্দুস ছাত্তার প্রমুখ।