ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ পুলিশ পত্নীতলা থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় পত্নীতলা থানা চত্বর থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষ হয়,পরে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ’র সভাপতিত্বে ওসি কার্যালয়ে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলটন উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, থানার সেকেন্ড অফিসার জিল্লুর রহমান, এসআই নজরুল ইসলাম, আবু সাঈদ, মন্জুরুল, বিজন কুমার, রিমন দত্ত।
এএসআই মাসুম, মোশারফ হোসেন, আমিনুল ইসলাম, রমজান আলী,তারিকুল ইসলাম, পুলিশ সদস্য মনির হোসেন, খাতিজা, নাজমা,আসমাসহ স্থানীয় সুধিজন প্রমূখ।