ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ২০ জনকে আটক করে মামলা দায়ের করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রেহাইচর গ্রামস্থ ডাঃ আ. ম মেসবাহুল হক (বাচ্ছু ডাক্তার) স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, খাইরুল ইসলাম (২৭), ওয়াসিম আকরাম (৪০), মোজাহার হোসেন (২৬), আল আমিন (২৫), শ্রী বুধন চৌধুরী (৩৮), আব্দুল মোমিন (২৫), ইউসুফ আলী (২৫), শরিফুল (২০), পিয়াস (২০), মিমন (২০), জিয়াউর রহমান (৩২), বাসেদ আলী (৪১), রিপন (৪০), দুরুল (৪০), মনিরুল (৫০), রফিকুল (২৮), এতাবুল হক (৪০), মেসবাউল হক (৩২) ও রেজাউল করিম (৪৪)।
এ ঘটনায় চাঁপানবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে শনিবার সন্ধ্যায় র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিক করে।