ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান আন্দোলনের পথিকৃত ‘সন্ধানী’। চক্ষুদানের পাশাপাশি প্রতিষ্ঠানটি মানুষের চক্ষু ব্যাংক হিসেবে কাজ করে।
মৃত্যুর পূর্বে স্বেচ্ছাপ্রণোদিত চক্ষুদানের ব্যাপারে উৎসাহ প্রদান করে থাকেন, যাতে ভবিষ্যতে কেউ ব্যবহার করতে পারেন। তারই আলোকে স্বেচ্ছায় রক্তদানে সচেতন ও আগ্রহ বাড়াতে এবং চক্ষুদানে উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জে র্যালি বের করা হয়।
জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের যৌথ আয়োজনে আজ মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।
র্যালির নেতৃত্ব দেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
র্যালিতে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।