ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ধর্ষণের একটি মামলা করে চরম বিপাকে পড়েছেন এক অসহায় নারী। মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন আসামি পরিবারের লোকজন। এতে দুই শিশু সন্তান নিয়ে তিনি চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী নারীর অভিযোগ, ধর্ষণ মামলা থেকে বাঁচতে তাঁর বিরুদ্ধে উল্টো চেক ডিজঅনারের একটি সাজানো মামলা করেছে আসামি আরিফ হোসেন জয় (৩০)। এছাড়া সম্পত্তি বন্ধক রেখে সাড়ে ৭ লাখ টাকাসহ বিভিন্ন সময়ে নেওয়া ১৫ লাখ টাকাও অস্বীকার করেছে আসামি জয়। বুধবার সকালে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন ভুক্তভোগী ওই নারী।
আসামি আরিফ হোসেন জয় উপজেলার সদর ইউনিয়নের আরজি জিনারপুর গ্রামের আব্দুল হাকিম সরকারের ছেলে। ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে তিনি নওগাঁ জেলহাজতে রয়েছেন।
ভুক্তভোগী ওই নারী বলেন, তাঁর স্বামী পুলিশের একজন সদস্য ছিলেন। সড়ত দুর্ঘটনায় আহত হয়ে পুঙ্গত্ব বরণ করেন। তাঁর চিকিৎসার জন্য রাজশাহী শহরের লক্ষ্মীপুর এলাকায় এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত যাতায়াতকালে আসামি আরিফ হোসেন জয়ের সঙ্গে পরিচয় ঘটে। এ অবস্থায় ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর স্বামী মারা গেলে পূর্ব পরিচয়ের সূত্র ধরে আসামি জয় নিয়মিত তাঁর বাড়িতে আসা-যাওয়া করতেন।
তিনি অভিযোগ করে বলেন, যাতায়াতের একপর্যায়ে গত ৮ জানুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামি জয় তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
তিনি আরও বলেন, বিষয়টি প্রকাশ করার হুমকি দিলে জয় তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এরপর বিয়ের প্রলোভনে একাধিকবার তাঁকে ধর্ষণ করা হয়। পরে টালবাহানা করায় জয়ের বিরুদ্ধে তিনি আদালতে মামলা করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দাবি করেন, পরিচয়ের সূত্র ধরে জমি বন্ধক দেওয়াসহ বিভিন্ন অজুহাতে আসামি জয় তাঁর নিকট থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেন। তাঁর স্বাক্ষরিত একটি চেকও চুরি করে আসামি জয়। ধর্ষণ মামলার পর ওই চেক দিয়ে তাঁর বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য আবুল কালাম, আল মামুন ও এরসাদ আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।