ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘিতে পাঁচ লিটার দেশীয় মদসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, নওগাঁ সদর উপজেলার খাগড়কুড়ি গ্রামের মৃত জামিল সরদারের ছেলে সুমন সরদার (৩৩), শিমুলিয়া মন্ডলপাড়ার মৃত মহির সরদারের ছেলে মুকুল সরদার (৪৮) ও উপজেলার সান্তাহার ঘোড়াঘাট এলাকার মৃত অশোক রায়ের ছেলে কার্তিক রায় (৪২)।
বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইউসুফপুর গ্রামের জনৈক নাহিদের দোকানের সামনে পাকা রাস্তার ওপর দেশীয় চোলাই মদ কেনা-বেচার সময় তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা লাল রঙের কাপড়ের শপিং ব্যাগের মধ্যে পানির বোতলে দেশীয় চোলাই মদ নিয়ে এসে বিক্রি করছিল। এ সময় উল্লেখিত পরিমান মদ উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।