ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে সভায় প্রধান অতিথি ছিলেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
বাঙ্গাবাড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাসুয়ারুল হক জিকেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মাষ্টার, সাবেক চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাসসহ অন্যরা।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতীয় চার নেতাসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।