ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : “মুজিব বর্ষের শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ বিভাগীয় পতাকা ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নিয়ামতপুর ষ্টেশনের ভারপ্রাপ্ত অফিসার আব্দুল মান্নান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, অর্থ সম্পাদক জামাল হোসেন।
শেষে দূর্যোগ মোকাবেলা সংক্রান্ত যন্ত্র সামগ্রী প্রদর্শন এবং এক বর্ণাঢ্য যান্ত্রিক র্যালি বের করা হয়।