ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : “মুজিব বর্ষে শপথ করি দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে এ উপলক্ষে ফায়ার সার্ভিস ষ্টেশন চত্বরে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের আয়োজনে ও ষ্টেশন কর্মকর্তা রায়হান ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, নজিপুর পৌর কাউন্সিলার ফারহানা, নজিপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সহ ফায়ার সার্ভিসের সদস্যরা।
আলোচনা শেষে ফায়ার সার্ভিস ষ্টেশন চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে সাধারণ মানুষের মাঝে ফায়ার সার্ভিস ডিফেন্স এর কর্মিরা সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।