ধূমকেতু প্রতিবেদক, পোরশা : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সকল ধর্মের প্রতি সহমর্মিতা থাকরেত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসম্প্রদায়িক দেশ গঠন করে গেছেন। আমার নির্বাচনী এলাকায় আমি জীবনেও কোনদিন অসম্প্রদায়িক কোন ঘটনা ঘটেছে আমি কখনও দেখিনি। এই প্রথম পোরশায় শনাতন ধর্মালম্বীদের প্রতিমা ভাংচুর করা হয়েছে। এর আমি তীব্র নিন্দা জানাই। ২০০৮ সালের পূর্বে দেশ কেমন ছিল এখন কি হয়েছে? এই অভাবনীয় উন্নয়নের ইর্শ্বানিত হয়ে অপশক্তি একাজ করছে। বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমুর্তি নষ্ট করার জন্য দুস্কৃতকারিরা এরকম কাজ করছে।
বৃহস্পতিবার বিকালে ঢাকা নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্যদান কালে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।
তিনি আরও বলেন, সম্প্রদায়িক সম্পীতির জায়গা নওগাঁ জেলা। যারা এরকম কাজ করে তাদের কোন ধর্ম আছে বলে আমি মনে করিনা।
এসময় তিনি মদিনা সনদের কথা উল্লেখ করে বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়। আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের মানুষের পাশে থেকে এক সাথে কাজ করার জন্য তিনি বলেন। দেশ যখন সুবর্ণযয়ন্তী পালন করছে তখন একটি অপশক্তি দেশকে অস্থিতিশীল করার কাজগুলি করছে। তিনি শেখ হাসিনার নেতৃত্বে সুখি সমৃদ্ধশালী দেশ গড়ায় কাজ করার জন্য সকলকে আহŸান জানান। কালিপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা ও পোরশার মশিদপুরের ভবানীপুরে দুর্বৃত্ত কর্তৃক কালি ও শিব প্রতিমা ভাংচুরের বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য ভবানীপুরে আয়োজিত ওই ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক।
এতে সভাপতিত্ব করেন, মশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সসভাপতি হারনুন অর রশিদ।
সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, আওয়ামী লীগের সহ সভাপতি সুদেব সাহা, যুগ্মসাধারন সম্পাদক ফজলুল হক মাহ্ চৌধুরী সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি সহ নেতৃবৃন্দ।