ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ফারুক হোসেন (২৯) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ৩টায় থানার উপপরিদর্শক খাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ওই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এ বিষয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা হয়েছে। আজ শুক্রবার দুপুরে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।