ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদে সমবায় অফিসের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
এর পর একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়াম (হল রুমে) উপজেলা সমবায় অফিসার লুৎফর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খান।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার কল্পনা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী প্রমূখ।
আরও বক্তব্য রাখেন সমবায়ী আবু সাইদ ও সমবায়ী ডাঃ নুরুল ইসলাম প্রমূখ।
অনুষ্টান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার লুৎফর রহমান।