ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটে জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদ আশরাফুল আলম সোহেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক বেলাল হোসেন শিপলু’র ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে জেলা শহরের প্রাণকেন্দ্র বাটামোড় এলাকায় “শহীদ আশরাফুল আলম সোহেল স্মৃতি সংসদ” এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর, পৌর যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা জেলার প্রশাসনকে উদ্দেশ্য করে বেলাল হোসেন শিপলু’র ওপর সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।