ধূমকেতু প্রতিবেদক, নাটোর : রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন ভাতার দাবি নিয়ে রাজশাহী বিভাগীয় ত্রি-বার্ষিক সম্মেলন করেছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন।
শনিবার সকল সাড়ে ১০ টার দিকে নাটোর রাজবাড়ির মুক্ত মঞ্চে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন রজশাহী বিভাগের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক মাহমুদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পৌরসভা সমিতি (ম্যাব) এর সভাপতি ও মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ।
সম্মেলন উদ্বোধন করেন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্লা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার।
সম্মেলন সঞ্চালনা করেন পৌরসভা সার্ভস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম জুলফিকুল হায়দার বাবু।
সম্মেলনে বক্তারা বলেন, আমরা পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা জনগনের জন্য কাজ করি, সরকারের জন্য কাজ করি। অথচ মাসের পর মাস বেতন পাই না রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভা কর্মচারীদের প্রতি মাসের বেতন ও অবসরকালীন পেনশন ভাতা ১ মাসের মধ্যে ঘোষণা দিতে হবে। না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
রাজশাহী বিভাগীয় এই ত্রি-বার্ষিক সম্মেলনে আরোও উপস্থিত ছিলেন নাটোর গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ মোল্লা, রাজশাহী গোদাগাড়ি পৌরসভার মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস, চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, বগুড়া সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, নাটোর পৌরসভার প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম, জয়পুরহাট আক্কেলপুর পৌরসভার প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমানসহ বিএপিএস ও বিএসপিএস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।