ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনায় স্ত্রীকে কুপিয়ে পাঁচ টুকরা করে হত্যার আসামিকে ১০ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে সিআইডি।
সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর নাম তেজেল মোল্লা (৪২)। সে পাবনা জেলার সদর থানাধীন ফলিয়া গ্রামের মৃত বাজের উদ্দিন মোল্রার ছেলে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ২ টা হতে ৪ টার পর্যন্ত পাবনা সদর থানাধীন ফলিয়া গ্রামে অভিযান চালিয়ে আসামি তেজেল মোল্লা (৪২) কে গ্রেপ্তার করে সিআইডি। আসামী বসতবাড়ির পশ্চিমদুয়ারী টিনসেড ঘরে পরকীয়া সন্দেহে তার স্ত্রী ভিকটিম হামিদা খাতুন (৩৮) এর গলা কেটে হত্যা করার পর লাশের হাত-পা কেটে ৫ টুকরা করে। পরে সিআইডি আসামি তেজেল মোল্লাকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনার ১০ ঘন্টার মধ্যে নাটোর বড়াইগ্রাম থেকে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর তার দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত গরু জবাই করা ছুড়ি বাড়ির পাশে একটি পুকুর থেকে উদ্ধার করে।