ধূমকেতু প্রতিবেদক, পাবনা : আপনার এলাকায় দুর্যোগ, দূর্ঘটনা ও অগ্নি সংযোগ হলেই ফায়ার সার্ভিসের সহায়তা নেই, যে কোন দুর্ঘটনা হ্রাস করতে জনসচেনতা বৃদ্ধি করি।
পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিনব্যাপী আগুন নির্বাপন এবং জনসচেতনা বৃদ্ধি উপলক্ষে পাবনা জেলা পুলিশ’র আয়োজনে (২৪ নভেম্বর) বুধবার সকালে পুলিশ লাইন্স মাঠে ভূমিকম্প, অগ্নিনির্বাপন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রমের উপর মহড়া আয়োজন করা হয়।
ফায়ার সার্ভিস সিনিয়র অফিসার জাকির হোসেন’র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম সহ ফায়ার সার্ভিস’র কর্মরত সদস্যবৃন্দ ও পুলিশ লাইন্স স্কাল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ।
আলোচনা শেষে তারা অগ্নি নির্বাপনের বিভিন্ন কৌশল রপ্ত করেন।