ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ফালহা নামের দুই বছর বয়সের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। শিশু ফালহা উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর সোহেল রানার ছেলে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই এলাকায় একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানিয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিশুটি তার মায়ের সাথে খাবার খায়। এরপর তার মা বাড়ির কাজে ব্যাস্ত হয়ে পড়লে সকলের অজান্তে শিশুটি খেলার জন্য বাড়ির বাহিরে চলে আসে। বাড়ির পাশেই বেলকুনি নামের একটি পুরাতন পুকুরে ডুবে যায়। শিশুটির মা তাকে বাড়িতে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।