ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে টাকা ছাড়ায় ৫ ক্যটাগরিতে (বিভাগ) মোট ৩৪ জন পুলিশ পদে নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্সে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব এ তথ্য নিশ্চিত করেন।
আব্দুর রকিব বলেন, প্রায় ১ হাজার ৩০০ জন চাকুরি প্রার্থীর মধ্যে ৩৪ জন নিয়োগ হয়েছেন। পুরুষদের মধ্যে সাধারণ কোটায় ১৬ জন। মুক্তিযোদ্ধা কোটায় ৬ জন। পুলিশ পোষ্য কোটায় ৩ জন। আনসার কোটায় ৩ জন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১ জন। এছাড়াও নারীদের মধ্যে সাধারণ কোটায় ২ জন। মুক্তিযোদ্ধা কোটায় ১ জন। পুলিশ পোষ্য কোটায় ১ জন।ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটায় ১ জন।
আব্দুর রকিব বলেন, যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই শারীরিক ভাবে সক্ষম। সাধারণ কোটায় যে ছেলে গুলো নিযোগ পেয়েছেন তাদের শারীরের উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি।আদিবাসি কোটার জন্য ৫ ফুট ৬ ইঞ্চি। মুক্তিযোদ্ধা কোটায় ৫ ফুট ৪ ইঞ্চি। তাদের ৭টি পরিক্ষা নেয়া হয়।যারা ভালো করেছে তাদের কে উত্তীর্ণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) ইমরান রহমান, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) ইমরান জাকারিয়া, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন প্রমুখ।