ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে চলতি মৌসুমে অভ্যন্তরীন আমন চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা সদর খাদ্যগুদামে এর উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শওকত জামিল প্রধান।
এসময় উপস্থিত ছিলেন, সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, সাবেক সভাপতি আলহাজ¦ আবদুল জব্বার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ ওসমান গণি, সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব খবির উদ্দিন প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে মেসার্স রুহুল আমিন অটোমেটিক রাইস মিলের কাছ থেকে ৬০ মেট্রিক টন চাল কেনার মাধ্যমে চাল সংগ্রহের উদ্বোধন করা হয়।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এবার উপজেলার সদর, মহিষবাথান ও মাতাজীহাট খাদ্যগুদামে ৯ হাজার ৮১৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নেয়া হয়।


