IMG-LOGO

শুক্রবার, ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

২৪ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা আতঙ্ক, ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট স্থগিতরাণীনগরে মসজিদে ঝুলছিল মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মরদেহদুই বছরের সাধনার পর জুড়ি বাঁধলেন রাজশাহী-চট্টগ্রামের দুই বামননিয়োগ জালিয়াতির মামলায় কারাগারে কলেজের সভাপতি, অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধিরাজশাহীর নির্বাচনী আসন গুলোতে অর্ধশতাধিক সম্ভাব্য প্রার্থীদের দৌড় ঝাঁপখুলনা দৌলতপুর থানা যুবদল নেতাকে গুলি করে হত্যাভারতে বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ বলা বন্ধের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতার‘ভোটের তারিখ চাইছে বিএনপি, নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্রের অভিযোগ’অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্ত সম্পন্নঋণ জালিয়াতি মামলায় আবুল বারকাত কারাগারেআজ কবি আল মাহমুদের ৯০ তম জন্মদিনপাকিস্তানে বাসের ৯ যাত্রীকে গুলি করে হত্যা‘সেপ্টেম্বর-অক্টোবরে দুর্ভিক্ষের আলামত দেখছি মানুষের মনে’কর্ণফুলী ইপিজেডে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিটসাগরিকার হ্যাটট্রিকে শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোলবৃষ্টি
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে ভোট কক্ষ থেকে বহিরাগত আটক

চাঁপাইনবাবগঞ্জে ভোট কক্ষ থেকে বহিরাগত আটক

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ভোট কক্ষে বহিরাগত প্রবেশের দায়ে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামের আসিকুল ইসলাম। তাকে মহিলা ভোটারদের ০৬নং কক্ষে আটক করে পুলিশ।

নির্বাচনী এজেন্ট, ভোটার ও প্রিজাইডিং অফিসার সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের মহিলা কক্ষে কোন এজেন্ট না। পরে সংবাদকর্মীদের উপস্থিতি ও অন্যান্য এজেন্টদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে।

প্রিজাইডিং অফিসার সলেহ আকরাম জানান, বহিরাগত হয়েও ভোটকেন্দ্রে প্রবেশের অপরাধে একজনকে আটক করা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীমানা জটিলতায় স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ১৫টি ওয়ার্ডের ৭২টি ভোটকেন্দ্রে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।

গত ০২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ২৬ অক্টোবর সীমানা জটিলতায় হাইকোর্টে একটি রিটের প্রেক্ষিতে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোটগ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। তারা হলেন, নৌকা প্রতীকে জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমান, মোবাইলফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামিউল হক লিটন, নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক শিবির নেতা মোস্তাফিজুর রহমান মুকুল।

এছাড়াও ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এবার ভোটার রয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৪৩২ জন এবং নারী ভোটার রয়েছেন ৭৪ হাজার ৬৫ জন।

তফসিল অনুযায়ী সপ্তম ধাপে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৯ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর, আপলি নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ হয় ১৮ অক্টোবর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930