ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৬হাজার ২ শ কৃষককে হাইব্রিড ও উচ্চ ফলনশীল ধানের বীজ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা কৃষি বিভাগ আয়োজিত এক বিতরণ অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কাউসার আলী।
প্রসঙ্গত, চলতি অর্থ বছরের রবি মৌসুমে উফশী ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা এলাকার ৪ হাজার জন কৃষককে হাইব্রিড ও ২ হাজার ২ শ জন কৃষককে উফশী ধানের বীজ ও সার বিতরণ করা হয়।