ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে।
মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক উজ জামান, রহনপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিলা নাসরিন, মিলার খাদেমুল ইসলাম, কৃষক আশরাফুল ইসলাম প্রমূখ।
এবার উপজেলায় ৫৫জন মিলারের কাছ থেকে ১ হাজার ৮ শত ৪১ মেঃ টন চাল ও লটারীতে জয়ী কৃষকদের কাছ থেকে ৫ শত ১৭ মেঃ টন ধান সংগ্রহ করা হবে বলে জানিয়েছে উপজেলা খাদ্য বিভাগ। উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।