ধূমকেতু প্রতিবেদক, নাটোর : ‘সম্পৃতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান শিক্ষা’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামিম আহমেদ।
পরে সেখান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ জেলা শাখার আয়োজনে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, সংগঠনের নির্বাহী কমিটির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ সংগঠনের নের্তৃবৃন্দ।