ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী বাজার থেকে চকনুর চার রাস্তার মোড় পর্যন্ত অভিনব কায়দায় পথচারী ও যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করছেন হাতির ছোয়াড়।
রাস্তায় চলাচলরত গাড়ির গতি রোধ করে ও দোকানের সামনে দাঁড়িয়ে নগদ অর্থ হাতিয়ে নিচ্ছে হাসান আলী নামের এক যুবক। এতে বিপাকে পড়েছে উক্ত সড়কে চলাচলরত পথচারি ও যাত্রী সাধারণ। এতে করে যেকোনো মূহূর্তে ঘটর যেতে পারে বড় ধরনের কোনো দূর্ঘটনা।
এমন করে গাড়ি থামিয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন, কি করবো, এতো বড় পশুর খাদ্য জোগার করতে হিমশিম খেতে হয়। তাই বাধ্য হয়েই আপনাদের দুয়ারে হাত পেতে হচ্ছে। আমি কোনো চাঁদা আদায় করছি না, তাছাড়া করোনা কালীন সময় থেকে সারকেস ও বন্ধ, আপনারা এতোটুকু যদি সহযোগীতা না করেন কি করে চলবো আমরা। বলতে পারেন বাধ্য হয়েই আপনাদের সামনে হাত বাড়িয়ে দিচ্ছি।
এছাড়াও আমরা সব সময় তো আর আপনাদের বিরক্ত করি না। বগুড়া যাচ্ছি, তাই ভাবলাম যাবার পথে কিছু টাকা তুলে নিয়ে যায়।