ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের মালফিয়া দরগার মোড় এলাকায় গত বুধবার রাতে আলাউদ্দিন শেখ (২৫) নামের ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। তাঁকে গুরুত্বর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আলাউদ্দিন সুজানগর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি। সে মালফিয়া গ্রামের বাচ্চু শেখের ছেলে। এ ঘটনায় আলাউদ্দিন নিজেই বাদী হয়ে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার রাত ৮টার দিকে দরগার মোড় এলাকায় একটি মুদি দোকানের সামনে বসেছিলেন ছাত্রলীগ নেতা আলাউদ্দিন। এ সময় দুর্বৃত্তরা অতর্কিত সেখানে গিয়ে হাতুড়ি, রড ও লাঠি দিয়ে পিটিয়ে তাঁকে মারাত্বক আহত করে। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আলাউদ্দিন বলেন, পূর্বশত্রæতা ও ইউপি নির্বাচনে নৌকার এজেন্ট হওয়ায় প্রতিপক্ষের লোকজন আমার উপর এ হামলা চালিয়েছে। নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান খান এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল এ ধরণের হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রæত শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের নিকট।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।