ধূমকেতু নিউজ ডেস্ক : পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা গ্রাম থেকে শান্ত হাওলাদার (১৪) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শান্ত উপজেলার নদমূলা গ্রামের রাজমিস্ত্রি মো. লোকমান হাওলাদারের ছেলে। সে নদমূলা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে শান্ত বাড়ি থেকে বের হওয়ার পর রাতেও আর ফিরে আসেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করে তার কোনো সন্ধান পায়নি। পরে শুক্রবার বিকেলের দিকে জাকারিয়া হাওলাদারের বাড়ির পাশের নালায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি মৃতদেহের হাত দেখতে পান এক ব্যক্তি। খবর পেয়ে শান্তর বাড়ির লোকজন এসে লাশ শনাক্ত করেন। পূর্ব শত্রুতার জের ধরে শান্তকে হত্যা করে লাশ নালায় পুঁতে রাখা হয়েছে বলে দাবি করেন তার বাবা লোকমান।
এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়ীয়া সার্কেল) মো. ইব্রাহীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার নদমুলা থেকে ৩ জনকে আটক করে পুলিশ।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, পুলিশ শুক্রবার শান্ত হাওলাদার নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।