ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শুক্রবার রাতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার খামারে থাকা ১৫ টি গরু ছিনিয়ে নিয়ে যায়।
শুক্রবার রাত ২ টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও গৃহকর্তা আশরাফুল ইসলাম জানান, শুক্রবার রাত ২ টার দিকে ডাকাতদল প্রবেশ করে তাকে ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার বাড়ির পাশে খামারে থাকা ১৫ টি গরু নিয়ে যায়। এ সময় তাদের বাধা দিতে গেলে তাদের প্রহারে তার মাথা ফেটে যায়।
তিনি অভিযোগ করেন, ঘটনার সময় ৯৯৯ এ ফোন দেয়া হলে ভোর ৫ টার দিকে ওই এলাকায় টহলে থাকা গোমস্তাপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে।
এদিকে খবর পেয়ে শনিবার সকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম ও গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাসসহ ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
এ প্রসঙ্গে গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, এ ঘটনায় ওই গৃহকর্তা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। লুট হওয়া গরু উদ্ধার ও এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিভিন্ন টিম কাজ করছে।