ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের বাচ্চু ডাক্তার স্টেডিয়াম এলাকায় মাদকসেবন করার দায়ে ১১ মাদকসেবীকে আটক করেছে র্যাব সদস্যরা।
শনিবার রাতে জেলা শহরের রেহাইচর এলাকার ডাঃ আ. আ. ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামের উত্তর পশ্চিম দিকে গ্যালারীর নিচের ফাঁকা স্থানে এ অভিযান চালানো হয়।
আটককৃত মাদক সেবকরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়ার এনামুল হক (৪৩), মিলকি বাগানপাড়ার জাকারিয়া (৫৫), মেডিকেল মোড় পিয়ারা বাগানপাড়ার মিলন বিশ্বাস (৩৬), খালঘাট এলাকার টিটু হোসেন (৪০), আলীনগর মহল্লার ইয়াদুল ইসলাম (১৯), নাখেরাজপাড়ার রেজুয়ান আহসান (১৯), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরের মালেক (২৮), বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ি গ্রামের আব্দুর রাজু (৩৫), বারঘরিয়া ইউনিয়নের লাহারপুরের ওবাইদুল রহমান (৪৩), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বারইপাড়ার নজরুল ইসলাম টুটুল (৩৪) ও রাজশাহী জেলার কাটাখালি পৌর এলাকার শ্যামপুর হালদারপাড়ার রহিম আলী (৩২)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে র্যাবের একটি দল শনিবার রাত সাড়ে ১০ টার দিকে জেলা শহরের ডাঃ আ. আ. ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামের উত্তর পশ্চিম দিকের গ্যালারীর নিচের ফাঁকা স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসেবনরত অবস্থায় ১১ জনকে আটক করে।