ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ প্রায় ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার বিশা ইউনিয়নের সমসপাড়া হাটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে বিশা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী তোফাজ্জল হোসেন খান তোফা তার লোকজনসহ গতকাল সমসপাড়া হাটে গণসংযোগ করছিলেন। এমন সময় তার প্রতিপক্ষ নৌকা প্রার্থীর লোকজন তাদের উপর হামলা চালায়।
এতে তোফাজ্জল হোসেন খান তোফা (৫২), রাণীনগর গ্রামের হারুন (৩০), হাবিবুর রহমান (৩৫), ইসলামগাঁথী গ্রামের ভূট্টু (৩০), খাসখামার গ্রামের আইয়ুব (৬০), বুলবুল (৩৮), পৈসাঁওতা গ্রামের বিপ্লব (৩০) ও খালপাড়া গ্রামের জিন্না ডাক্তার (৫০) আহত হন। আহতদের মধ্যে প্রার্থী তোফাজ্জল হোসেন খান তোফা ও হারুণকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আত্রাই থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক কাজি বলেন, নির্বাচনী প্রচারণা নিয়ে সেখানে মারামারি হওয়ায় ২ জন গুরুতর আহত হয়েছেন। সংবাদ পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।