ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ ডিসেম্বর থানা পুলিশের আয়োজনে ও ইউএনএফপিএর সহযোগিতায় উপজেলার ধুন্দার কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, নন্দীগ্রাম সার্কেল সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, থানার ওসি আবুল কালাম আজাদ, ধুন্দার স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক আনিসুর রহমান আলো, সমাজসেবক জিয়াউর রহমান, ভবেশ চন্দ্র সরকার ও জাতীয় মহিলা সংস্থা নন্দীগ্রাম শাখার চেয়ারম্যান মাহফুজা বেগম প্রমুখ।
বক্তারা নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, ইভটিজিং, জঙ্গিবাদ ও মাদকদ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করে।