ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মনোনয়ন ফরমে ভুল সংশোধনের নামে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য স্থানীয় নির্বাচনে উপজেলার ৩নং নাচোল ইউনিয়ন ও ৪নং নেজাপুর ইউনিয়নে সদস্যপদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিকট থেকে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা অফিসার আল গালিবের বিরুদ্ধে ঘুষ নেওয়ার এ অভিযোগ উঠেছে।
জানা গেছে, ২৫ নভেম্বর/’২১ নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী নাচোল উপজেলার স্থানীয় নির্বাচনে নেজামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেন আবু হেনা মোস্তফা কামাল। মনোনয়নপত্র বাছাইকালে আবু হেনা মোস্তফা কামালের মনোনয়নপত্র বাতিল করেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল গালিব। স্থানীয় সরকার নির্বাচন (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯এর ৬ষ্ঠ বিধিমালা ২এর ’ছ’ অনুচ্ছেদ মোতাবেক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডে ১০/(দশ) টাকা মূল্যের (কার্ডের) ওএমএস ডিলারশীপ থাকায় আবু হেনা মোস্তফা কামালের মনোনয়নপত্রটি বাতিল করা হয়।
তিনি আরও জানান, মনোনয়নপত্রটি বাতিলের পর দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আল গালিব তাঁর অফিসে পার্সনালী তাকে দেখা করতে বলেন।
পরে আমি ওই দিন রাত ৮টার দিকে তাঁর অফিসে দেখা করতে গেলে আল গালিব আমাকে বলেন, আধা ঘন্টার মধ্যে ব্যাকডেট দিয়ে ডিলারশীপ বাতিলের একটি দরখাস্ত এবং ২০ হাজার টাকা দিলে আপনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হবে। আমি তার দাবী অনুয়ায়ী টাকা দিতে না পারায় দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আল গালিব আমার মনোনয়নপত্রটি বাতিলের তালিকায় রেখে দেন। পরে আমি জেলা নির্বাচন কর্মকর্তার নিকট আপিল করি, সেখানে শুনানী শেষে মনোনয়নপত্রের বৈধতা পাই।
তিনি আরও বলেন, আমি এ কর্মকর্তার অধিনে নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট হওয়া নিয়ে নানা সংশয়ে ভুগছি।
এছাড়াও মনোনয়নপত্র বাছাইয়ের দিন রিটার্নিং ও সমাজ সেবা কর্মকর্তা আল গালিবের ঘুষ বাণিজ্য থেকে রেহাই পায়নি ৩নং নাচোল ইউপির (৪, ৫ ও ৬) নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যপদ প্রার্থী ও আদিবাসী নেত্রী শ্রীমতি নয়ন তারা।
তিনি অভিযোগ করে বলেন, বাছাইয়ের দিন মনোনয়নপত্রে আমার নামের ভুল সংশোধনের অযুহাতে আমার নিকট থেকে ১০হাজার টাকা নিয়েছেন রিটার্নিং ও সমাজ সেবা কর্মকর্তা আল গালিব।
নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও কানপাড়া কাজলা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাসুদ রানা জানান, নেজামপুর ইউপির সদস্যপদ প্রার্থী সন্তোষ কুমারের মনোনয়নপত্রে একটি ঘরে নাম লিখতে ভুলে যাওয়ায় সে প্রার্থীর নিকট থেকে দুই হাজার টাকা নিয়েছেন রিটার্নিং ও সমাজ সেবা কর্মকর্তা আল গালিব।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উৎকোচ নেওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছি। তবে এ বিষয়ে যদি আগে কেউ অভিযোগ করতো তাহলে রির্টানিং কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হতো। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ২৬ ডিসেম্বর নাচোলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সকল প্রস্ততি গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রমানসহ লিখিত অভিযোগ পেলে আমি তাৎক্ষনিকভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।