ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা সদর উপজেলার দুবলিয়া বাজারে তিনটি ফার্ণিচার ও একটি ওয়াকসপ অগ্নিকান্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার রাত ২টার সময় এই অগ্নিকান্ডে সূত্রপাত বলে জানান গেয়ে।
দোকান মালিক শ্রী অখিল কুমার সরকার, আব্দুল রশিদ, রেজাউল ইসলাম ও মার্কেট মালিক আব্দুল খালেক অভিযোগ করেন কেও ষড়যন্ত্র করে পেট্রোল দিয়ে অগুন ধড়িয়ে দিয়েছে।
এসময় কারখানা ও ওয়াকসপে থাকা সকল মালামাল ও আসবাবপত্র পুড়ে গিয়েছে। ঋণ নিয়ে দোকান করে ছিলো তারা, সব হারিয়ে মানবতার জীবনযাপন করছেন। তাদের দাবি ঘটনা একটি সুষ্ঠু তদন্ত করার দাবি পুলিশ প্রশাসনের।
এঘটনায় পাবনা ফায়ার সার্ভিস’র সিনিয়র অফিসার জাকির হোসেন জানান, এলাকাবাসী ফায়ার সার্ভিসে ফোন করলে ঘটনা স্থানে একটি ইউনিট পৌঁছিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি, কি ভাবে অগ্নিকান্ডে সূত্রপাত ঘটতে পাড়ে এখনো কোন সঠিক ধারনা পাওয়া যায়নি। কারখারায় কাঠের মালামাল থাকায় দ্রুত অগুর ছড়িয়ে পরে।