ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মক আহত কৃষক আব্দুল জলিল। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, অপারেশন করে আলাদা করা হয়েছে মাথার খুলী। একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তির অসুস্থতায় দিশেহারা পরিবার। এনিয়ে থানায় হয়েছে মামলা, কিন্তু ন্যূনতম মানবিক সহানুভূতি নেই বখাটে যুবকদের পরিবারের।
গত ১৮ নভেম্বর বিকেলে কানপাড়া বাজার থেকে সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন কৃষক আব্দুল জলিল (৬০)। এমন সময় বেপরোয়া গতির পালসার মটর সাইকেল চালিয়ে আসছিলেন রায়হান কবীর (১৯) তার বাইকের ধাক্কায় রাস্তায় আছড়ে পড়েন সাইকেল আরোহী। মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন মাথা ও কান দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। পথচারীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মাথায় অস্ত্রোপ্রচার করে জমা রক্ত বের করা হয়। ২৪ ঘন্টা পেরোনোর আগেই রোগীর অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। দ্বিতীয় অপারেশন করে মাথার খুলির কিছু অংশ আলাদা করে সংরক্ষণ করা হয়েছে। বর্তমানে তিনি রাজশাহীর রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। অধিকাংশ সময় চোখ বন্ধ করে থাকছেন। কাউকেই চিনতে পারছেন না। ক্রমান্বয়ে তার অবস্থা অবনতির দিকে যাচ্ছে।
কানপাড়া বাজারের একাধিক ব্যাক্তি জানান, নিয়মিত বেপরোয়া গতিতে এই সড়ক দিয়ে চলাচল করতো ওই পালসার গাড়িচালক। এমনকি বাজারেও গতি নিয়ন্ত্রণে আনার প্রয়োজন মনে করতো না। এই বখাটে যুবকদের জন্যই নিয়মিত ঘটে দুর্ঘটনা। ঘটনার দিন সেই গাড়িকে বেপরোয়া গতিতে কানপাড়া বাজার অতিক্রম করতে দেখেছেন অনেকেই। ৯০ থেকে ১০০ কিলোমিটার গতিতে সাইকেলটা আরোহীকে ধাক্কা দেয় সেই বখাটে যুবক। এদের উপযুক্ত শাস্তি হওয়া দাবী করছেন সাধারণ মানুষ সেই সাথে রাস্তায় দ্রুত গতিনিয়ন্ত্রক (স্পিডব্রেকার) নির্মানের করা প্রয়োজন।
আহতের বড়ো ভাই খলিলুর রহমান জানান, আমার ভাইয়ের পরিবারে দুটি সন্তান নিয়ে ৪ জনের পরিবার। তিনিই একমাত্র কর্মক্ষম মানুষ ছিলেন। কৃষি কাজের মাধ্যমে অনেক কষ্ট করে জীবনযাপন করতেন। বেপরোয়া মোটরসাইকেল পুরো পরিবারটিকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। এই পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় হয়েছে। নিয়মিত ৫ থেকে ৭ হাজার টাকার ঔষধ লাগছে। চারদিকে ধার দেনা করে চিকিৎসা করাচ্ছি। বর্তমানে ভিটেমাটি বেচার উপক্রম। কিন্তু পাশান্ড বাইক চালোক ও তার সঙ্গীর ন্যূনতম মানবিক দৃষ্টিকোণ থেকে খোঁজ পর্যন্ত নেয়নি। আজ তার চিকিৎসা ব্যয় মেটাতে পরিবার পথে বসার উপক্রম,ন্যূনতম অর্থনৈতিক সহযোগিতা করেনি তারা।
শুনেছি গাড়ির মালিক বাগমারার রাজনৈতিক দলের নেতা। বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের চাপ দিচ্ছে মামলা তুলে নেওয়া জন্য। আমার ভাইয়ের রোজগারে পুরো পরিবার চলে তাকে হারালে ওই পরিবারের কি হবে? প্রচলিত আইনে দ্রুত আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক জিএম কিবরিয়া জানান, একটি কাজে আমি ও আমার বন্ধু সাহাবুর দুর্গাপুর থেকে দাওকান্দি যাচ্ছিলাম। দুর থেকে দেখলাম সাইকেল আরোহীর ও বাইকের দুর্ঘটনা হলো। প্রায় ২০ হাত দুরে মোটরগাড়ি পড়ে আছে আর সাইকেল পেচিয়ে পড়ে আছে এক ব্যক্তি। তার মাথা ও কান দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল। সেই ব্যক্তির ব্যবহৃত মাফলার দিয়েই তার মাথা বেঁধে দিতে সহযোগিতা করী। সিএনজিতে তুলে রাজশাহী মেডিকেল অভিমুখে পাঠাই। বাইক চালককে আমার সুবিধাজনক মনে হয়নি। তার শারীরিক ভঙ্গি ও আচরণ দেখে মনে হচ্ছিল তিনি মাদকাসক্ত।
এবিষয়ে মামলায় অভিযুক্ত বাগমারার রায়হান কবীর জানান, আহতকে আমরা খুঁজে পাইনি, তাদের ঠিকানাও জানিনা। তাদের কোনরূপ আর্থিক সহযোগিতা করা হয়নি। অপরদিকে মোটরসাইকেল মালিক জনাব আলী মন্ডল জানান, অভিযুক্তদের পরিবারকে আহতকে দেখতে ও সহযোগিতার জন্য বলেছি। তারা বলেছে ওরা মামলা দিয়েছে জেলে পাঠিয়েছে যা হবে আদালতের মাধ্যমে।
এদিকে মামলা তদন্ত কারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আরিফ প্রাথমিক তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে জমা দিয়েছেন। ঘটনার সঙ্গে আসামীর জড়িত থাকার প্রমাণ মিলছে এমন তথ্য আদালতে দিয়েছেন তিনি।