ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : ঢাকায় ট্রেন দূর্ঘটনায় নিহত র বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা তারেকুজ্জামান বকুল (৪৫) শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার তিনি ঢাকা কমলাপুর রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনায় মারা যান। শুক্রবার রাতে তার গ্রামের বাড়ি রহনপুর পৌরসভার ইসলামনগর আমবাগানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, খাদ্য কর্মকর্তা শেফাউর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন জানাজা শেষে ইসলামনগর খাড়িপাড়া পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।