ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : মহাদেবপুর বাসষ্ট্যান্ড এলাকার বার্মা আবাসিক হোটেল থেকে রুস্তম আলী (৪৮) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত রুস্তম আলী জেলার পতœীতলা উপজেলার মধইল এলাকার সাদেক আলীর ছেলে।
নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম জানায়, তার ভাই রুস্তম আলী সংসারের দায়-দেনা মেটাতে অন্যের কাছে থেকে অনেক টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা পরিশোধ করতে না পারায় তার বিরুদ্ধে পাওনাদাররা মামলা করেন। মামলার পর থেকে বার্মা আবাসিক হোটেলে আত্মগোপন করে বিভিন্ন হাটে ছাগলের ব্যবসা করতো। অন্যান্য দিনের মত মঙ্গলবার রাত ১০টার দিকে রুমের দরজা খোলা রেখে ঘুমিয়ে পরে। অনেক বেলা হলেও সে ঘুম থেকে না ওঠায় হোটেলের আয়া রুম পরিষ্কার করার জন্য তার রুমে গিয়ে অনেক ডাকাডাকি করার পরও কোন সাড়া না পাওয়ায় তার সন্দেহ হলে তিনি হোটেল কর্তৃপক্ষকে জানান।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে দুপুরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।