ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা সদর উপজেলা হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুরে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ নেতা শামীম হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নাজিরপুর উচ্চ বিদ্যালয়ে সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি নেন এলাকাবাসী ও নিহতের পরিবার।
মানববন্ধন বক্তব্য দেন, উক্ত ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধু, নিহত শামীমের পিতা নূর আলী প্রামানিক, আলী আজগর, ছাত্রলীগ নেতা সায়াম, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, আব্দুল আজিজ প্রমুখ।
বক্তব্যে বলেন, বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও মুল আসামী উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিলুর ছেলে ইমরানসহ কয়েকজন এখনো গ্রেপ্তার হয়নি। এলাকাতে খুন রাহাজানী ও মাদকের আখড়ায় পরিণত করে ফেলা এসব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি ফাঁসির দাবি করেন বক্তারা।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় নির্বাচনের পরে নাজিরপুর হাটপাড়ায় একটি চায়ের দোকানে গুলি করে হত্যা করা হয় সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগের স্থানীয় নেতা শামীম হোসেনকে। আর এই মামলায় আসামি করা হয় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তরিকুল আলম নিলু, তার ছেলে ইমরানসহ কলেকজনকে। ইতোমধ্যেই এই হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ সাবেক চেয়ারম্যান নিলুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।