ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক প্রবাসী দেশে আসার মাত্র ৬দিন আগে স্বামীর পাঠানো প্রায় ১৫ লাখ টাকা আত্মস্বাতের উদ্দেশ্যে দুই সন্তানকে রেখে স্ত্রী পালিয়ে গেছে এমন অভিযোগ করেছেন স্বামী রহিম আলী নাচোল থানায়।
বিদেশ ফেরত উপজেলার জমিন ঘাসুড়া গ্রামের মফিজুল হকের ছেলে রহিম আলী (৩৫)র সাথে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ললিতনগর রেল লাইনপাড়ার গাফ্ফার আলীর মেয়ে নুরজাহান বেগম (২৮)’র সাথে প্রায় ১২বছর পূর্বে বিয়ে হয়। তাদের সংসারে ১২বছরের ছেলে শুভ ও ৫বছরের ছেলে নাইম নামের ২সন্তান আছে।
রহিম আলীর নাচোল থানায় দায়েরকৃত অভিযোগপত্রে জানা গেছে, প্রায় ৪বছর পূর্বে জীবিকার তাগিদে মরিসাস গিয়েছিল রহিম আলী। প্রবাসে কাজ করে স্ত্রী নুরজাহানের নামে ৪বছরে প্রায় ১৫লাখ টাকা পাঠিয়েছেন রহিম আলী। রহিম আলী তার পাঠানো টাকা সংসারে খরচ করে বাকী টাকা ব্যাংকে রাখার জন্য বলেছিলেন তার স্ত্রীকে। ২বছর পূর্বে স্ত্রীকে ব্যাংকে টাকা জমা করে ওই ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতে চেয়েছিলেন রহিম আলী। কিন্তু স্ত্রী নুরজাহান বেগম চালাকি করে ব্যাংকে টাকা জমা না করে সমস্ত টাকা আত্মসাৎ করে। সে অন্য লোককে ম্যানেজার সাজিয়ে তার স্বামীকে ব্যাংকে টাকা জমা হচ্ছে বলে মোবাইলে জানায়। এদিকে গত ২৭/১২/২০২১রাতের কোন এক সময় ২সন্তানকে ঘুমিয়ে রেখে স্ত্রী নুরজাহান বেগম অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। ভোর রাতে ছেলে শুভ ও নাইম ঘরের মধ্যে বিছানায় তাদের মাকে না দেখতে পেয়ে দাদী পারুল বেগমকে জানায়। ওই রাতেই রহিম আলীর মা পারুল বেগম ছেলের বউ নুরজাহানের খোঁজ শুরু করেন। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করে না পেয়ে পারুল বেগম বউ এর পিতার বাড়ি ললিতনগরে খবর পাঠান।
খবর পেয়ে ছেলের শশুর গাফ্ফার আলী ও শাশুড়ি জোসনা বেগম রহিম আলীর মাকে জানান, তার মেয়ে তাদের বাড়িতে যায়নি। রহিম আলীর মা ছেলের বউ নুরজাহান বেগমের পালিয়ে যাবার খবরটি বিদেশে অবস্থানরত ছেলে রহিম আলীকে জানালে রহিম আলী গত ১জানুয়ারী দেশে ফিরে আসেন। রহিম আলী স্ত্রী নুরজাহানের খোঁজে শশুরবাড়িসহ আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ করে না পেয়ে গত ৯জানুয়ারী নাচোল থানায় জিডি করেন।
এবিষয়ে নাচোল থানার ওসি (তদন্ত) আব্দুল ওয়াহাব জানান, রহিম আলীর স্ত্রী নিখোঁজের জিডি পেয়ে তদন্ত চলছে। রহিম আলীর পলাতক স্ত্রী নুরজাহান বেগমের ব্যবহৃত মোবাইল ০১৭৪১-৯০৭৮১০ নম্বরে একাধিকবার ফোন দিয়ে বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে রহিম আলী জানতে পেরেছেন, তার স্ত্রী নুরজাহান বেগম তার শশুরবাড়িতেই অবস্থান করছে। বিদেশ থেকে পাঠানো প্রায় ১৫লাখ টাকা ব্যাংকে না রেখে আত্মস্বাত করেছে, তাই তার শশুর গাফ্ফার আলীর মেয়ে তার হেফাজতে থাকার কথা অস্বীকার করছেন।